• Dhurdhuria Alim Madrasah - Slide
  • Dhurdhuria Alim Madrasah - Slide
মেনু নির্বাচন করুন

আমাদের মাদ্রাসা


১। প্রতিষ্ঠান পরিচিতি: ওলীয়ে বরহক, বিশিষ্ট আলেম, ইসলামের নিবেদিত প্রাণ, হযরত মাওলানা তমিজ উদ্দিন সাহেব (রহ.। ১৮৮৬ ঈসায়ী সালে আজকের ধুরধুরিয়া আলিম মাদরাসা প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালে বর্তমান অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হক সাহেব দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ধুরধুরিয়া আলিম মাদরাসার বহুমুখী অভিযাত্রা শুরু হয়।
 
কম্পিউটার শিক্ষা চালু করাসহ একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সি.সি ক্যামেরায় ক্যাম্পাস নিয়ন্ত্রণ, ওয়েব সাইট ও অটোমেশন পদ্ধতির ব্যবস্থা, শিক্ষকের ফিঙ্গার প্রিন্টে যথা সময়ে উপস্থিতি নিশ্চিত করণ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়াস চলতে থাকে। ফীডব্যাক ক্লাস, ক্লাসটেস্ট এবং সেমিস্টার ব্যবস্থায় পরীক্ষা গ্রহণসহ সর্বাধিক পদ্ধতি প্রবর্তনের
 
সুফল ২০১৭ সাল থেকে অদ্যাবধি প্রবাহমান। এর প্রকৃত প্রমাণ ২০১৭ সাল থেকে ৫ম, ৮ম ও দাখিল পরীক্ষায় বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ। সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে পরিচালনা, ত্যাগী, সৎ ও যোগ্য শিক্ষকমন্ডলীর শিক্ষাদান, সুন্দর, স্বচ্ছ ও প্রত্যাশিত মনোগ্রাহী পরিবেশ এবং দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ, মাদরাসাটিকে আজ জেলাময় পরিচিত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।
 
২। লক্ষ্য ও উদ্দেশ্যঃ পাঠ্যক্রম এবং শিক্ষা সহায়ক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিজাত মানসিক ও আধ্যাত্মিক সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে জাতিকে ঈমানী শক্তিতে বলিয়ান শিক্ষিত, সুশৃঙ্খল, দক্ষ, সৎ ও নিষ্ঠাবান জনশক্তি উপহার দেয়া।
 
৩। পাঠদান পদ্ধতিঃ পাঠদানের মাধ্যম বাংলা তবে আরবী ও ইংরেজীর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর জ্ঞানের বৃদ্ধি ও উৎকর্ষ সাধনের জন্য নুরানী ও ক্যাডেটের সমন্বিত পদ্ধতি অনুসরণ করা হয়। পাঠ-পরিকল্পনা, ক্লাসটেস্ট, সাধারণ জ্ঞান ও আমলী ব্যবহারিক ক্লাস এবং শিক্ষা সহায়ক কার্যক্রম সহ যথাপোযুক্ত সর্বাধুনিক ব্যবস্থা অনুসৃত হয়। প্রাতিষ্ঠানিক পাঠদানের বাইরে, শিক্ষকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষার্থীদেরকে পাঠ প্রস্তুতিতে নিয়োজিত রাখা হয়।
৪। মাদরাসার বৈশিষ্ট্যঃ
 
> দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন।
 
> সুন্নত তরীকার পূর্ণ অনুসারী প্রতিষ্ঠান।
 
- ক্যাডেট ও নূরানীর সমন্বিত পাঠদান।
 
> সেমিস্টার পদ্ধতি অনুসরণ।
 
> ক্লাসটেস্ট (যা মূল পরীক্ষার অংশ) গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর মানোন্নয়নের সফল প্রচেষ্টা।
 
> বছরের শুরুতেই পাঠ্য বিষয়ে দুর্বল শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে বিশেষ ক্লাসের মাধ্যমে গড়ে তোলার ব্যবস্থা।
 
> সাপ্তাহিক আলোচনা সভা, সাধারণ জ্ঞান বিতর্ক, ইসলামী সঙ্গীত ও রচনা প্রতিযোগিতা ইত্যাদি শিক্ষা সহায়ক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর মেধা ও প্রতিভার বিকাশ সাধন।
 
> প্রতিবছর শ্রেণী ভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও অভিভাবক সম্মেলনের ব্যবস্থা।
 
> আরবী ও ইংরেজী স্পীকিংয়ে সাফল্য।

একনজরে ধুরধুরিয়া আলিম মাদরাসা

 

নাম            : ধুরধুরিয়া আলিম মাদরাসা

প্রতিষ্ঠাতা       : হরত মাওলানা তমিজ উদ্দিন সাহেব (রহ.)

প্রতিষ্ঠাতাল     : ১৮৮৬ ঈসায়ী সন

অবস্থানঃ        : ফুলবাড়ীয়া উপজেলাধীন ধুরপুরিয়া বাজার সংলগ্ন, অলহরী  

                   নদীর তীরে অবস্থিত

যাতায়াত       : স্থল পথে সরাসরি ত্রিশাল বা ফুলবাড়ীয়া থেকে ধুরধুরিয়া     

                   বাজার

শিক্ষার স্তর      : নূরানী, ইবতেদায়ী, দাখিল (সাধারণ, বিজ্ঞান ও  কম্পিউটার) আলিম (সাধারণ)

শিক্ষক কর্মচারী সংখ্যাঃ ৩৩ জন (পদ শূন্য থাকা সাপেক্ষে)

ছাত্র সংখ্যা      :   প্রায় সাতশত

পরিবেশ         :  ফুলবাড়ীয়ার শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটি আজ   শিক্ষার্থীদের  পদচারনায় মুখরিত এক স্বপ্নপুরী। প্রতিষ্ঠানে ঢোকার প্রধান গেইট বিশাল সবুজ চত্ত্বর, পরিকল্পিত বৃক্ষরোপন সব মিলিয়ে বিরাজ করছেন এক মন মাতানো  পরিবেশ।

বর্তমান অধ্যক্ষ :  মোঃ জিয়াউল হক

 

প্রাক্তন অধ্যক্ষ  :  হযরত মাওলানা আবু ছাইম মোঃ মোতাছিম বিল্লাহ ,জনাব মাওলানা মোঃ আব্দুল মতিন আনোয়ারী জনাব মাওলানা আবু নছর মোঃ আঃ হাই জনাব মাওলানা মোঃ আবু ইউসুফ