• Dhurdhuria Alim Madrasah - Slide
  • Dhurdhuria Alim Madrasah - Slide
মেনু নির্বাচন করুন
Md Geaul Haque, Principal

মো: জিয়াউল হক

অধ্যক্ষ

অধ্যক্ষ মহোদয়ের বাণী

প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ,

মহান রাব্বুল আলামীনের দরগাহে অশেষ শোকর, যিনি তোমাদেরকে আম্বিয়ায়ে ও আওলিয়ায়ে কিরামের পথে এনে ইলমে নবুয়্যতের উজ্জ্বল জ্যোতিতে জীবনকে আলোকময় করে তুলতে ওলীয়ে বরহক, দ্বীনের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা তমিজ উদ্দিন সাহেব [রহ.] প্রতিষ্ঠিত ধুরধুরিয়া আলিম মাদ্রাসায় অধ্যয়নের সুযোগ দিয়েছেন।

তোমরা যদি আল্লাহ প্রদত্ত এ মহা নিয়ামতের যথাযথ ব্যবহারের মাধ্যমে শোকর গুজারী করো তবে এর প্রতিদান আল্লাহ্ তা'য়ালা তোমাদের যোগ্যতা ও প্রতিভাকে আরও বাড়িয়ে দেবেন।যতক্ষণ পর্যন্ত তোমরা স্বীয় সুপ্ত প্রতিভা ও আত্মচেতনাবোধ জাগ্রত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিছুই করতে পারবে না। ক্লাস শুরুর প্রারম্ভেই এ শিক্ষার প্রকৃত লক্ষ্য ও সার্বিক মর্যাদা উপলব্ধি করতঃ জ্ঞান লাভ ও যোগ্যতা বৃদ্ধিকে অন্যতম লক্ষ্য হিসাবে বেছে নাও। ইনশা-আল্লাহ্ সাফল্য ও শান্তি তোমাদের হাতের মুঠোয় আসবে। আখিরাতেও আল্লাহর দরবারে আনন্দময় উজ্জ্বল মুখমন্ডল নিয়ে হাজির হতে পারবে।

ধুরধুরিয়া আলিম মাদ্রাসা হক্কানী আলেম ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য মানুষ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে। সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে অত্র প্রতিষ্ঠানের প্রতিটি একাডেমিক সেশন যথাসময়ে শেষ করার চেষ্টা করা হয়। নির্ধারিত দিন তারিখ অনুযায়ী প্রতিটি ক্লাস টেস্ট মাসিক, সাময়িক বর্ষ পরিবর্তন এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে; কো-কারিকুলাম কর্মসূচীগুলোও শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। ফলে এগুলোর যে কোন বিষয়ে ব্যতায়ন ঘটলে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে বিঘ্ন ঘটে। কাঙ্খিত সাফল্য অর্জনে অত্র ম্যানুয়েল দিক নির্দেশনার কাজ করবে। এর সফল বাস্তবায়নে তোমাদের আন্তরিক প্রচেষ্টার সাথে সাথে সম্মানিত অভিভাবকদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। আমি আশা করি, আমার প্রতিটি শিক্ষার্থী মাদ্রাসার নিয়ম-শৃংখলা, বিধি-বিধানের প্রতি সদা অনুগত থাকবে। নবী-রাসুলের (সাঃ) উত্তরসুরী হিসাবে দায়িত্ব পালনে থাকবে সচেষ্ট।

হযরত মাওলানা তমিজ উদ্দিন সাহেব [রহ.] সহ অন্যান্য হিতৌষী ব্যক্তিবর্গ যে লক্ষ ও কর্মসূচী নিয়ে মাদ্রাসাটি শরীরেরক্ত/ঘাম/শ্রম বিনিয়োগ করে গড়ে তুলেছেন, যে খেদমত আঞ্জাম দিয়েছিলেন তোমরা তার অগ্রণী সৈনিক।

আমার বিশ্বাস, আমার শিক্ষার্থীরা হযরত মাওলানা তমিজ উদ্দিন সাহেব [রহ.] সহ অন্যান্যদের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটিয়ে নিজেদের এবং প্রতিষ্ঠান ও জাতির ক্রমোন্নতিতে প্রশংসনীয় অবদান রাখতে সক্ষম হবে। আমাদের নিরলস প্রচেষ্টার সাথে মহান রাব্বুল আলামীনের রহমত সহায় হোক।

                                                                শুভেচ্ছান্তে-

                                            মো: জিয়াউল হক

                                                  অধ্যক্ষ